মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান,আসন্ন জাতীয় নির্বাচনে নাটোর-০৪ আসনে নৌকা প্রতীক প্রত্যাশী ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় চার শত দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকালে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কৈডিমা বাজারে অটোরিকশা সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ওই দিন বিকেলে বড়াইগ্রাম উপজেলার কুরশাইট বাজারে নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলি মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উপস্থিতিতে অটোরিকশা চালক ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, বড়াইগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি ইসাহাক আলী, চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী সহ বিভিন্ন নেতা-কর্মী।
Comments