মো. আব্দুস সালাম,নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান ও বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজের প্রভাষক সুরাইয়া আক্তার কলি (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আট টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ------ইলাহী রাজিউন।
সুরাইয়া আক্তার কলি উপজেলার কালিকাপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সরদারের স্ত্রী এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মুক্তিযোদ্ধা এশারত আলী ও ভাইচ চেয়ারম্যান মোছা. মমতা বেগমের মেয়ে।
তার পারিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবত লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি কালিকাপুর বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে দ্রুত ঢাকা বারডেম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বুধবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ গতকাল বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে তার পিত্রালয়ের বাড়ি কামারদহে, ১১ টার দিকে কর্মস্থল বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজ মাঠে ও শেষে ১২ টার দিকে নিজ গ্রাম কালিকাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে কালিকাপুর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী , ভাইচ চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ এলাকার সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী।
Comments