নাটোরে ১৬ কেজি গাঁজা-মাইক্রোবাসসহ ৩জন আটক

১৬ কেজি গাঁজা-মাইক্রোবাসসহ ৩জন আটক

মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি  
নাটোর ক্যাম্প, র‌্যাব-৫এর অভিযানে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা ব্রীজ এলাকা থেকে ১৬ কেজি গাঁজা, গাঁজা বহনকারী ১ টি সাদা মাইক্রোবাস সহ ৩ জনকে আটক করা হয়েছে।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার ২৭ মার্চ ভোর সাড়ে ৬ টার দিকে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে শুকনো গাঁজা ১৬ কেজি (যার অনুমানিক মূল্য- ৪ লাখ ৮০ হাজার টাকা), ঘঙঐঅ নম্বর এর ১ টি মাইক্রোবাস ১ টি, ২ টি ক্যারিং ব্যাগ,২ টি মোবাইল, ৩ টি সিমকার্ড, ২ টি মোমেরী কার্ডসহ ব্রম্মণবাড়ীয়া জেলার কোল্লা পাথর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ লিটন মিয়া (২৮), কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার আসাবাড়ী গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে খাজা মাইনুদ্দিন চীশতি (২০),  সিলেট জেলার কোতয়ালী থানার শামিমাবাদ গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ সোহেল খান (৩১) (ড্রাইভার)দ্বয়কে আটক করা হয়।  
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সম্মুখে তারা জানান জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে  নিয়ে যাচ্ছিল।
উপরোক্ত ঘটনায় সিরাজগঞ্জ জেলার সালংগা থানায় মামলা রুজু করা হয়েছে। 

Comments