সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা

নাটোরে "গাহি সাম্যের গান-
সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শহরের কানাইখালীস্থ সাহারা প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন পীযূষ বন্দ্যোপাধ্যায় আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল,সদস্যসচিব, সম্প্রীতি বাংলাদেশ, শামীম আহমেদ, জেলা প্রশাসক,নাটোর, লিটন কুমার সাহা,পিপিএম,পিপিএমবার-পুলিশ সুপার,নাটোর,উমা চৌধুরী জলি,মেয়র,নাটোর পৌরসভা,ড.আনিসুজ্জামান, শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়,মো. আব্দুর রাজ্জাক বিশিষ্ট শিক্ষাবিদ প্রমুখ
সভায় সভাপতিত্ব করেন আব্দুস সালাম,আহ্বায়ক,সম্প্রীতি বাংলাদেশ,নাটোর জেলা শাখা।
সভায় প্রধান এবং বিশেষ অতিথিদের উপজাতীয় গান ও ফুলেল শুভেচ্ছা দেয়াসহ জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা সভা অনুষ্ঠত হয়।
বক্তারা বলেন, যুগের দাবীতে "সম্প্রীতি বাংলাদেশ" এর গুরুত্ব সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বলেন, স্বাধীনতার চেতনায় এক দিন যেমন বাংলাদেশ স্বাধীন হয়ে ছিল তেমনি "সম্প্রীতি বাংলাদেশ" বাঙ্গলীর মনে জাগ্রত হলে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এক দিন অবশ্যই গড়ে উঠবে।

Comments